এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ ২০১৬
পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০১৬

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে ১৭ সপ্তাহের ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ আয়োজন করা হয়েছে। এশিয়ান চলচ্চিত্রের ধরন, গতি-প্রকৃতি, এশিয়ার দিকপাল চলচ্চিত্রকারদের সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যেই মূলত ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ এর আয়োজন। এতে প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে প্রদর্শিতব্য চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক আলোচনারও আয়োজন রয়েছে। রেট্রোস্পেক্টিভ শেষে এশিয়ান সিনেমাবিষয়ক একটি বিস্তৃত সেমিনারের আয়োজন করা হবে। এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ শুরু হয় ১৫ জুলাই বিকাল ৩টায়। সেশন চলছে শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সপ্তাহে ৩টি চলচ্চিত্র প্রদর্শনী এবং সংশ্লিষ্ট চলচ্চিত্র আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’-এর অংশ হিসেবে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকিভ’ অনুষ্ঠিত হচ্ছে।
এশিয়ার যে সকল দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে সেগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সৌদি আরব। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে বিকাল ৫টায় বাংলাদেশের চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি প্রদর্শনীর মধ্য দিয়ে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ শুরু হয়।