শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান সিটিজ দাবা প্রতিযোগিতায় তেহরান চ্যাম্পিয়ন

পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০১৯ 

news-image

এশিয়ান সিটিজ দলগত দাবা চ্যাম্পিয়নশিপে (দুবাই কাপ) ২০১৯-এ ইরানের তেহরান (সাইপা) সিটি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজিত প্রতিযোগিতায় তেহরান (সাইপা) ৯ খেলায় পূর্ণ ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা অক্ষুণ্ন রেখে স্বর্ণপদক জয় করে।

ইরান দলের পক্ষে খেলেন গ্র্যান্ড মাস্টার মোকসেদপুর মাসুদ, পুরআগা বালা, আমিররেজা, গ্র্যান্ড মাস্টার গোলেজাদে আসগর, আন্তর্জাতিক মাস্টার মুসাভি সাইয়েদ খলিল ও গ্র্যান্ড মাস্টার মাহজুব জেরদাস্ত মুর্তাজা। ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত এশিয়ান দাবায় ইরান শিরোপা জয় করেছিল।

১৪ পয়েন্ট করে নিয়ে গতবারের তৃতীয় স্থান লাভকারী বাংলাদেশের গোপালগঞ্জ সিটি রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে। একই পয়েন্ট নিয়ে গেম পয়েন্টের ব্যবধানে গতবারের রানার্স-আপ ভারতের কোলকাতা সিটি তৃতীয় স্থান লাভ করে।

গোপালগঞ্জের পক্ষে অংশগ্রহণ করেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, গ্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দল তিন হাজার ডলার, রানার্স-আপ ও তৃতীয় স্থানের দল দেড় হাজার ডলার করে অর্থ পুরস্কার পায়।

গতকাল (বুধবার) ফার্স হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় তেহরান (সাইপা) ৩-১ গেম পয়েন্টে কলম্বো সিটিকে, গোপালগঞ্জ সিটি ৪-০ গেম পয়েন্টে ললিতপুর সিটি, নেপালকে এবং কোলকাতা সিটি ২.৫-১.৫ গেম পয়েন্টে কাঠমুন্ডু সিটি, নেপালকে পরাজিত করেন।

রাতে একই স্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাপিড র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির ও র‌্যাব ফোর্সেসের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার।