এশিয়ান শুটিং প্রতিযোগিতায় ইরানের তিন পদক
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১

এশিয়ান অনলাইন শুটিং চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে একটি স্বর্ণ ও দুটি রৌপ্যপদক জিতেছেন ইরানি শুটাররা। ২২টি দেশের ২৭৪জন শুটারের অংশগ্রহণে ২৯ ও ৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারচুয়াল ইভেন্টটি আয়োজন করে স্বাগতিক কুয়েত।
শুটিং চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে ১০মিটার এয়ার পিস্তলে সোনার মেডেল জিতেছেন হানিয়েহ রোস্তামিয়ান। তিনি ইরানের একমাত্র স্বর্ণজয়ী শুটার। এই বিভাগ থেকে রুপার মেডেল লাভ করেন ইরানি শুটার গোলনুশ সেবগাতোল্লাহি। অন্যদিকে ব্রোঞ্জপদক জিতেছেন ভারতের ভাকার মানু।
পুরুষদের ১০ মিটারর এয়ার পিস্তলে রৌপ্যপদক জিতেছেন ইরানের জাভাদ ফুরৌকি। এই বিভাগ থেকে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন ভারতের চৌধুরী সৌরভ ও সারাবজাত সিং। সূত্র: মেহর নিউজ এজেন্সি।