মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ৩০, ২০১৯ 

news-image

২০১৯ এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করেছে ইরানের জাতীয় নৌকা বাইচ দল। আন্তর্জাতিক এই নৌকা বাইচ প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও পাঁচটি ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে এই কৃতিত্ব অর্জন করে দেশটির অ্যাথলেটরা। দক্ষিণ কোরিয়ার চুঙঝুতে চ্যাম্পিয়নশিপের এবারের ১৯তম পর্ব ২৩ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপের শেষ দিন ইরানি অ্যাথলেটরা আরও তিনটি ব্রোঞ্জ মেডেল লাভ করেন। এদিন পুরুষদের নৌকা বাইচ প্রতিযোগিতার একক ইভেন্টে আকেল হাবিবিয়ান ব্রোঞ্জপদক লাভ করেন। পুরুষদের দলগত ইভেন্টে লড়াই করে ব্রোঞ্জপদক জিতেন ইরানের শিয়াবাশ সাইদী, মিলাদ আল্লাহভারদিয়ান, আমির হোসেইন মাহমুদপুর এবং বাহমান নাসিরি।

নারীদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ মেডেল লাভ করেন শাকিবা ভোগোফি, জেইনব নরোজি, কিমিয়া জারেই এবং মরিয়ম ওমিদি পার্স।

এদিকে ইভেন্টের প্যারা-রোয়িং সেকশনে ইরানের প্রতিনিধিরা তৃতীয় স্থান লাভ করে ঘরে তোলেন ব্রোঞ্জ মেডেল।

এছাড়া প্রতিযোগিতার আগের দিন ইরানি অ্যাথলেটরা দুটি স্বর্ণপদক জিতেন। এর মধ্যে পুরুষদের একক বাইচে সোনা জিতেন বাহমান নাসিরি এবং নারীদের একক বাইচে সোনা জিতেন নাজানিন মালায়ি।

পদক তালিকায় ২টি সোনা ও ৫টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থান লাভ করে ইরান। অন্যদিকে চীন ৮টি স্বর্ণপদক নিয়ে প্রথম ও উজবেকিস্তান ৩টি স্বর্ণ ও ৩টি রৌপ্যপদক লাভ করে দ্বিতীয় স্থান অধিকার করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।