বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান মহিলা ভলিবলে ৯ম ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০১৭ 

news-image

এশিয়ান সিনিয়র মহিলা ভলিবল চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে ইরান। এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টের এবারের ১৯ তম আসরে ৯ম স্থান অর্জন করলো দেশটির মহিলা জাতীয় ভলিবল টিম।

ফিলিপাইনের মুন্তিনলুপা স্পোর্ট কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ইরানি স্কোয়াড পাঁচ সেটের ম্যাচে ৩-২ সেটের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ঘরে তুলে নিজেদের ক্যাম্পেইন শেষ করে।

পাঁচ সেটের মধ্যে প্রথম সেটে ১৯-২৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় ইরান। এরপর ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে জিতে আবার ২০-২৫ পয়েন্টের ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারে ইরান। পরের দুই সেট যথাক্রমে ২৫-২২ ও ১৫-১০ পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে ইরানি নারীরা।

ইরানি নারীদের মধ্যে মিনা রুস্টা সর্বোচ্চ ১০ পয়েন্ট ঘরে তুলেছেন। অন্যিদেক তারপরে সৌদাবেহ বাঘেরপুর ৮ পয়েন্ট অর্জন করেছেন।

এশিয়ান সিনিয়র মহিলা ভলিবল চ্যাম্পিয়নশিপের ১৯ তম আসর ফিলিপাইনে ৯ আগস্ট শুরু হয়। শেষ হয় ১৭ আগস্ট।  – প্রেসটিভি।