এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে দাভুদির স্বর্ণপদক জয়
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২১

২০২১ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন ইরানি ভারোত্তোলক আলি দাভুদি। রোববার চ্যাম্পিয়নশিপে পুরুষদের +১০৯ কেজি সুপার হেভিওয়েট শ্রেণিতে তিনি এই পদক জিতেন।
দাভুদি স্ন্যাচে ১৯৬ কেজি ওজন তুলে স্বর্ণপদক ঘরে তোলেন। এই বিভাগে সিরিয়া ও জাপানের ভারোত্তোলকরা দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন।
উজবেকিস্তানের তাসখন্দে ১৬ থেকে ২৫ এপ্রিল ২০২০ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের (এডব্লিউসি) পুনর্নির্ধারিত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।