এশিয়ান ভারোত্তোলনে স্বর্ণপদক জিতলেন ইরানের মোতামেদি
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২১

উজবেকিস্তানের তাশখন্দে ২০২১ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাসুল মোতামেদি। শনিবার ১০২ কেজি ওজন-শ্রেণিতে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক বাছাইপর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইভেন্টে ইরানের রাসুল মোতামেদি ও রেজা দেহদার তাদের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন। স্ন্যাচে রেজা প্রথম প্রচেষ্টায় ১৬৬ কেজি ওজন তোলেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৭২ কেজি। তৃতীয়বার ১৭৫ কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন।
মোতামেদি স্ন্যাচে একটি ব্রোঞ্জপদক ও ক্লিন অ্যান্ড জার্কে দুটি স্বর্ণপদক জিতেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।