এশিয়ান ভলিবলে জয় দিয়ে শুরু ইরানি নারীদের
পোস্ট হয়েছে: জুন ১১, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/06/2801537.jpg)
১৯তম এশিয়ান নারী অনূর্ধ্ব ১৯ ভলিবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুভ সূচনা করলো ইরানি মেয়েরা। ভিয়েতনামের বান নিনহে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকংকে হারিয়ে শুভ সূচনা করেছে ইরানের নারী ভলিবল খেলোয়াড়রা।
এশিয়ান নারী অনূর্ধ্ব ১৯ ভলিবল চ্যাম্পিয়নশিপের এবারের ১৯তম পর্ব আজ রোববার (১০ জুন) শুরু হয়েছে। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৭ জুন। এদিন জানা যাবে, কোন দেশের মেয়েরা শিরোপা ঘরে তুলবে।
প্রথম ম্যাচে খেলতে নেমে প্রথম সেটে প্রতিপক্ষের আক্রমণে চাপে পড়ে যায় ইরানি মেয়েরা, হারে ১৯-২৫ পেয়েন্টের ব্যবধানে। অতঃপর অতিদ্রুত নিজেদের অবস্থান মজবুত করতে সক্ষম হয় তারা। বাকি তিন সেটে একের পর এক আঘাত করে সবগুলোতেই জয় ছিনিয়ে আনে ফার্সি মেয়েরা। এ তিন সেটে প্রতিপক্ষকে ২৫-১৩, ২৫-১৮ ও ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জয় ঘরে তোলে ফার্সি স্কোয়াড।
ইরানের নারী ভলিবল দল চ্যাম্পিয়নশিপের পুল সি তে অস্ট্রেলিয়া, হংকং ও মাকাউ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সোমবার আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে দলটি। পরের দিন মঙ্গলবার ম্যাকাউ এর বিরুদ্ধে প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচ খেলবে ইরান। সূত্র: মেহের নিউজ এজেন্সি।