এশিয়ান বিচ গেমসে যাচ্ছে ইরানের দশ টিম
পোস্ট হয়েছে: জুন ১৯, ২০২০

ইরানের ন্যাশনাল টিম মনিটরিং সেন্টারের পরিচালক পেইমান ফাখরি বলেছেন, আসন্ন ২০২০ এশিয়ান বিচ গেমসে ইরান দশটি টিম পাঠাবে। চীনের সানইয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টটি নিয়ে কথা বলেছেন ইরান ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান রেজা সালেহি আমিরিও। তিনি এক সভায় অংশ নিয়ে গেমটির জন্য ইরানি দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন।
এশিয়া বিচ গেমসের এবারের আসরের ১৭টি স্পোর্টসে ৪৫টি দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। ২০২০ এশিয়া বিচ গেমস চীনের সানইয়ায় ২৮ নভেম্বর থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গেমটির এর আগের আসর ভিয়েতনামের ডানাংয়ে অনুষ্ঠিত হয়। এতে ইরান নয়টি স্বর্ণ, ছয়টি রোপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জয় করে চতুর্থ স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস।