এশিয়ান প্যারা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলো ইরান
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২১

এশিয়ান প্যারা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপের নারী-পুরুষ উভয় বিভাগে ষষ্ঠ বছরের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ইরানের জাতীয় প্যারা তাইকোয়ান্দো দল। মঙ্গলবার লেবাননের বৈরুতে প্রতিযোগিতা শেষে ইরানি দল মোট ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল জয় করে। এবার নিয়ে ষষ্ঠ বছরের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করলো দলটি।
ইরানের মেহেদী পৌরহেনামা, আসগর আজিজি, সাইদ সাদেঘিয়ানপুর এবং মাহতাব নববী স্বর্ণপদক লাভ করেন, হামেদ হাঘশেনাস রৌপ্য এবং মেহদি বাহরামি আজার ও রায়েহে শাহাব ব্রোঞ্জপদক জিতেছেন।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে কাজাখস্তান। তুরস্ক ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ মেডেল জিতে তৃতীয় স্থান লাভ করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।