এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০২১

এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অধিকার করেছে ইরানের নারী হ্যান্ডবল দল। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের কাছে হেরে চতুর্থ স্থান লাভ করে ফারসি মেয়েরা।
ব্রোঞ্জ মেডেল জয়ের লড়াইয়ে মধ্য এশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে ৩৮-৩৩ পয়েন্টে হারে ইরানের নারী হ্যান্ডবল দল। এদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিতে উঠে স্পেনে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ইরানের মেয়েরা।
বিশ্বকাপের ইতিহাসে এটিই হবে ইরানি নারীদের প্রথম উপস্থিতি। চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।