এশিয়ান জুনিয়রে ইরানের প্রথম পদক জয়ী আরানি
পোস্ট হয়েছে: জুন ৮, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/06/2798970.jpg)
১৮তম এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জুনিয়র মেয়েদের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় মেডেল জয় করেছেন ইরানের রেইহানেহ আরানি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে জুনিয়র মেয়েদের অ্যাথলেটস প্রতিযোতিায় ইরানের পক্ষে এই প্রথম কোনো পদক জয় করতে সক্ষম হলেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নিয়ে ফার্সি নারী অ্যাথলেট আরানি ৫৫ দশমিক ৪৬ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করতে সক্ষম হন। জাতীয় রেকোর্ড ভেঙে গড়েন নতুন রেকর্ড। এশিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর থেকে ঘরে তোলেন ব্রোঞ্জ মেডেল।
এর আগে থাইল্যান্ডের ব্যাংকোকে অনুষ্ঠিত ২০১৭ এশিয়ান ইয়ুথ অ্যালেটিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয় করেছিলেন হ্যামার নিক্ষেপকারী ইরানি এই তরুণী।
অন্যদিকে, এবারের টুর্নামেন্টে চীনের দুই অ্যাখলেট ৬৫ মিটার ও ৫৬ দশমিক ৩ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে যথাক্রমে সোনা ও রোপার মেডেল জয় করেন।
বৃহস্পতিবার জাপানে ১৮তম এশিয়ার জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, খেলা চলবে ১০ জুন পর্যন্ত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।