শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি কুস্তিগীরদের চার মেডেল

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২০ 

news-image

ভারতের নয়া দিল্লিতে চলমান ৩৩তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ মেডেল লাভ করেছেন ইরানি কুস্তিগীররা। ফ্রিস্টাইল কুস্তি চ্যাইম্পয়নশিপে শনিবার সকল প্রতিপক্ষকে পরাজিত করেন ইরানি কুস্তিগীররা। উঠে যান সেমিফাইনালে।

প্রথম পাঁচটি ওজন-শ্রেণির ৯৭ কেজিতে ইরানের মোজতাবা গোলেইজ স্বর্ণপদক লাভ করেন। ৭০ কেজিতে রুপার মেডেল জিতেন আমির হোসেইন। অন্যদিকে ৬৫ কেজি ও ৭৯ কেজিতে ব্রোঞ্জপদক লাভ করেছেন যথাক্রমে আমির হোসেইন মাঘদুদি ও আলি সাভাধকুহি।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ৩৩তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ১৮ ফেব্রুয়ারি শুরু হয়। টুর্নামেন্টে গ্রেকো-রোমান বিভাগে ইরান ও নারী বিভাগে জাপান শিরোপা ঘরে তুলেছে। রোববার ফ্রিস্টাইল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।