এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ইরান অনুর্ধ-১৬ দলের প্রস্তুতি
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২০
২০২০ এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের জাতীয় বালক ফুটবল দল। এলক্ষ্যে রাজধানী তেহরানে অনুশীলন শুরু করেছে ফারসি স্কোয়াড।
প্রধান কোচ হোসেইন আবদির তত্ত্বাবধানে তেহরান টিম মেল্লি ক্যাম্পে বালক ফুটবল দল প্রশিক্ষণ শুরু করেছে।
এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের ১৯তম পর্ব বাহরাইনে ২৫ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
ইরান গ্রুপ এ’ তে স্বাগতিক বাহরাইন, উত্তর কোরিয়া ও কাতারের সাথে রয়েছে। ২৫ নভেম্বর ইভেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে ইরান ও উত্তর কোরিয়া। পরবর্তী ম্যাচে ২৮ নভেম্বর বাহরাইনের মুখোমুখি হবে আবদির দল। এরপর ১ ডিসেম্বর কাতারের সাথে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে ইরান। সূত্র: মেহের নিউজ এজেন্সি।