রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান চলচ্চিত্র উৎসব বারসেলোনায় যাচ্ছে যে তিন ইরানি সিনেমা

পোস্ট হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ 

news-image

‘এশিয়ান চলচ্চিত্র উৎসব বারসেলোনা ২০২১’ এ দেখানো হবে তিন ইরানি সিনেমা ‘মোরদে খোর’, ‘রিভার্স পাথ’, ও ‘শাহরে কেসসে’। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি স্পেনে ২৭ অক্টোবর শুরু হয়ে চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

ইরানি চলচ্চিত্র ‘মোরদে খোর’ পরিচালনা করেছেন সাদেক সাদেক দাগিগি, ‘রিভার্স পাথ’ পরিচালনা করেছেন আবোলফজল জলিলি ও ‘শাহরে কেসসে’ পরিচালনা করেছেন কেইভান আলিমোহাম্মাদি ও আলি আকবার হেইদারি।

‘মোরদে খোর’ ও ‘রিভার্স পাথ’ দেখানো হবে উৎসবের মূল বিভাগে আর ‘শাহরে কেসসে’ সিনেমা দেখানো  হবে নেটপ্যাক বিভাগে।

এর আগে ‘মোরদে খোর’ ভারতের ১৩তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।