বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০১৬ 

news-image

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০১৬ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতে নিয়েছেন এহসান লাশগারি। ৮৬ কেজি ক্যাটাগরিতে তিনি এ স্বর্ণপদক জিতে নেন। কাজাখস্তান, জাপান, ভারত ও মঙ্গোলিয়ার কুস্তিগীরকে পরাস্ত করে এহসান লাশগারি সেরা কুস্তিগীরের মর্যাদা অর্জন করেছেন।

এ টুর্নামেন্টে ইরানের তিনজন কুস্তিগীর স্বর্ণপদক জিতেছেন। এরপর কাজাখস্তানের দুজন কুস্তিগীর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। ইরানের আরেক কুস্তিগীর পারভিজ হাদি কাজাখস্তানের আরেক কুস্তিগীরকে পরাজিত করে ১২৫ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে নেন। এর আগে ইরানের অপর কুস্তিগীর বেহনাম এহসানপুর কাজাখস্তানের এক কুস্তিগীরের কাছে হেরে যান। তবে এ হারের কারণে তিনি রৌপ্য পদক পান। আর ইরানের আরেক কুস্তিগীর মোহাম্মদ নাদেরি ৭০ কেজি ক্যাটাগরিতে তাম্র পদক লাভ করেন।

সূত্র: প্রেস টিভি