এশিয়ান কাপ বাছাইপর্বে তাজিকিস্তানকে হারাল ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০২১

দুশেনবেতে চলমান ২০২২ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে তাজিকিস্তানকে হারাল ইরানের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। রোববার প্রতিপক্ষ দলকে ৩-২ গোলে হারিয়ে ম্যাচ জয় করে ফারসি স্কোয়াড।
তাজিকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে গ্রুপ লিডার হিসেবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করেছে ইরানি ফুটবল দল। ইরানি অনূর্ধ্ব-২৩ ফুটবল গ্রুপ বি তে স্বাগতিক তাজিকিস্তান, নেপাল ও লেবাননের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার গৌরব অর্জন করে। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে তাজিকিস্তানের দুশানবেতে ২৫ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।