রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০১৭ 

news-image

নবম এশিয়ান জুনিয়ার উশু চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে ইরান। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের এবারের আসরে সাতটি স্বর্ণপদক সহ মোট ২২টি পদক জয় করেছে দেশটি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের তৃতীয় সেরা দল হিসেবে স্বীকৃতি পায় ইরানের জাতীয় উশু দল।

প্রতিযোগিতায় সান্ডা ইভেন্টে ইরান দুটি স্বর্ণ ও দুটি রৌপ্যপদক সংগ্রহ করে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, চীন পাঁচটি স্বর্ণসহ সাতটি মেডেল জয় করে প্রথম স্থান অধিকার করে।

টুর্নামেন্টের তৃতীয় স্থান নিরাপদ করতে ইরানকে দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জপদক সংগ্রহ করতে হয়েছে।

বুধবার দক্ষিণ কোরিয়ার গুমি শহরের পার্ক চুঙ হি জিমনেসিয়ামে বালকদের ৮০ কেজি ওজনশ্রেণির সান্ডা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইরানের হাসান খাদেমি তার ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জয় করেন।

-ইরান ডেইলি।