এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২১

এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করলো ইরান। চ্যাম্পিয়নশিপের এবারের তৃতীয় পর্বে থাইল্যান্ডের প্রতিপক্ষদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফারসি অ্যাথলেটরা। ইরানের আবুলহাসান খাকিজাদে ও আলি গোরবানপাসান্দি থাইল্যান্ডের নেতিতোর্ন মুনিকুল ও ওয়াচিরাবিত মুয়াদফাকে ২-০ (২১-১৮, ২১-১৫) সেটে পরাজিত করে।
অন্যদিকে থাইল্যান্ড বি দলকে ২-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে কাজাখস্তান।ইরান কাজাখস্তান বি’র বিরুদ্ধে ২-০ সেটে জয় দিয়ে এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু করে এবং দ্বিতীয় দিনে বাহরাইনকেও ২-০ সেটে পরাজিত করে।
ইরানি দল কোয়ার্টারে থাইল্যান্ড সি কে ২-০ সেটে হারায় এবং সেমিতে থাইল্যান্ড বি’র বিরুদ্ধে ২-০ সেটে জয় পায়।থাইল্যান্ডের নাখোন পাথোমে ৩ থেকে ৭ জুলাই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।