এশিয়া যুব ভারোত্তোলনে রানার্সআপ ইরান
পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২২

এশিয়ান টুর্নামেন্টে ভাইস-চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরানের যুব ভারোত্তোলন দল। সেইসাথে দেশটির জুনিয়র ভারোত্তোলন দল মহাদেশে সপ্তম স্থান অধিকার করেছে।
জুনিয়র এবং যুবকদের দুটি বিভাগে ইরানের ১১ জন ভারোত্তোলক অংশ নেয়। শেষ পর্যন্ত যুব বিভাগে ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জপদক জিতে ফারসি স্কোয়াড রানার্স আপ হওয়ার গৌরব লাভ করে।
অন্যদিকে, জুনিয়র ইরানি দল ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জপদক নিয়ে বিভাগে সপ্তম স্থান দখল করে। সূত্র: মেহর নিউজ।