রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া চ্যাম্পিয়নশিপে ইরানি ফ্রিস্টাইলারদের তিন স্বর্ণপদক

পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০২২ 

news-image

ইরানি ফ্রিস্টাইল কুস্তিগিররা শনিবার ২০২২ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণপদক জিতেছেন।৬৫ কেজি ওজন-শ্রেণির ফাইনালে রহমান আমাউজাদ খলিলি ভারতীয় কুস্তিগির বজরং বজরংকে ৩-১ পয়েন্টে পরাজিত করেন। প্রতিপক্ষকে হারিয়ে তিনি প্রথম স্বর্ণপদক জয় করেন।৭৯ কেজি ওজন-শ্রেণিতে আলী সাবাদকুহি ভারতের বালিয়ান গৌরভকে ৯-৯-এ পরাজিত করে ইরানের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন।৯৭ কেজির ফাইনালে মোহাম্মদ হোসেন আসকারি মোহাম্মদিয়ান মঙ্গোলিয়ান কুস্তিগির বাতজুল উলজিসাইখানকে ১১-০ পয়েন্টে হারিয়ে ইরানের হয়ে তৃতীয় স্বর্ণপদক ঘরে তোলেন।এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের ৩৫তম পর্ব মঙ্গোলিয়ার উলানবাটারে ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।