শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া চ্যাম্পিয়ন ইরানের গ্রেকো-রোমান দল

পোস্ট হয়েছে: এপ্রিল ১১, ২০২৩ 

news-image

ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীররা সোমবার কাজাখস্তানে ২০২৩ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের ম্যাচ কাজাখস্তানে অনুষ্ঠিত হয়। এতে দুই ইরানি কুস্তিগীর ফাইনালে জায়গা করে নেয় এবং অন্য দুইজন র‌্যাঙ্কিং মিটিংয়ে উঠে যায়।

প্রথম দিনে চারটি স্বর্ণপদক জিতে ইরানের জাতীয় দল ফাইনাল ম্যাচ ও শ্রেণীবিভাগের আগে প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করে এশিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

এর আগে রবিবার, ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীররা ২০২৩ সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণপদক জিতে।

পাউয়া দাদমারজ তাইগা ওনিশি (জাপান) এবং ইখতিওর বোতিরভকে (উজবেকিস্তান) পরাজিত করে এবং ৫৫ কেজির ফাইনাল ম্যাচে ভারতীয় রুপিন সোনিপাটকে ৩-১ গোলে পরাজিত করে। সূত্র: মেহর নিউজ।