শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া কুস্তি চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ 

news-image

ইরানের জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দল মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেছে। ইরানি ফ্রিস্টাইলার রহমান আমুজাদ, ইউনেস ইমামি, আলী সাবাদকুহি, আমির হোসেন ফিরোজপুর, মোহাম্মদ হোসেন মোহাম্মদিয়ান এবং ইয়াদোল্লা মোহেবি প্রতিপক্ষকে পরাজিত করে যথাক্রমে ৬৫ কেজি, ৭৪ কেজি, ৭৯ কেজি, ৯২ কেজি, ৯৭ কেজি ওজন-শ্রেণিতে সোনার পদক জিতেছেন। মঙ্গোলিয়ার উলানবাতারে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের এবারের পর্ব অনুষ্ঠিত হয়।এছাড়াও, ইরানি কুস্তিগির দারিউস হযরত ঘোলিজাদেহ ৬১ কেজির ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।এর আগে ইরানের গ্রেকো-রোমান কুস্তি দল এশিয়ান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।