শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া ওশেনিয়া জোন চ্যাম্পিয়নশিপে জাপানকে হারাল ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৪ 

news-image
ইরান সোমবার ২০২৪ আইডাব্লিউবিএফ এশিয়া ওশেনিয়া জোন (এওজেড) চ্যাম্পিয়নশিপে জাপানকে ৭৪-৬৫ পয়েন্ট ব্যবধানে পরাজিত করেছে। টিম মেল্লি এর আগে দক্ষিণ কোরিয়াকে ৬৭-৪৮ এবং থাইল্যান্ডকে ৮৬-৫১ ব্যবধানে হারায়।
মঙ্গলবার ও বৃহস্পতিবার যথাক্রমে চীন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ইরান। পুরুষ এবং নারী উভয় প্রতিযোগিতার বিজয়ীরা প্যারিস ২০২৪ প্যারালিম্পিক গেমসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে।
আইডাব্লিউবিএফ এশিয়া ওশেনিয়া জোন ১২ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে, চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস