বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়া ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০২৩ 

news-image

ফেভারিট ইরান বুধবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সেরিব্রাল পালসি ফুটবল (আএএফসিপিএফ) এশিয়া ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে ভারতকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।

আমির-হোসেন ঘোরবানি ম্যাচে হ্যাটট্রিক করেন। সতীর্থ আমিন রেজাই, হাদি খোশেগবাল এবং আমির-মেহেদি রহিমাবাদি প্রত্যেকে ইরান জাতীয় দলের হয়ে একটি করে গোল করেন।

ভারতকে পরাজিত করে ইরানি দল চারটি জয় ও হার ছাড়াই ফাইনালে পৌঁছেছে।এর আগে ইরান ক্রীড়া ইভেন্টে জাপানকে ৩-০, অস্ট্রেলিয়াকে ৩-১ এবং থাইল্যান্ডকে ৫-০ গোলে হারায়। সূত্র: মেহর নিউজ