এশিয়া ইভেন্টে ইরানের প্যারা সাইক্লিস্টদের পদক জয়
পোস্ট হয়েছে: জুন ২০, ২০২২

ইরানের প্যারা সাইক্লিস্ট মেহেদি মোহাম্মাদি ও বেহরুজ ফারজাদ ভারতের নয়াদিল্লিতে চলমান এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ এবং রৌপ্যপদক জিতেছেন। তারা ৪ হাজার মিটার টিম পারস্যুট বিভাগে এসব পদক জয় করেন।
রবিবার ভারতে চলমান এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে দুই ইরানি প্যারা সাইক্লিস্ট মেহেদি মোহাম্মাদি এবং বেহরুজ ফারজাদ ৪ হাজার মিটার টিম পারস্যুট ক্যাটাগরির প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করেন। ফারজাদ ইরানি দলের হয়ে পুরুষদের ব্যক্তিগত ১ হাজার মিটার প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ।