এশিয়ার সেরার তালিকায় ৫৮ ইরানি বিশ্ববিদ্যালয়
পোস্ট হয়েছে: জুন ৮, ২০২২
ইরানের ৫৮টি বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান পেয়েছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ২০২২ সালের এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এই চিত্র দেখা গেছে।
এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সর্বশেষ র্যাঙ্কিংয়ে, ৩১টি দেশের প্রায় ৬১৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে ইরানের রয়েছে ৫৮টি। ইরানি এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬টি শীর্ষ ১০০টির মধ্যে স্থান পেয়েছে। গত বছর এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর এই তালিকায় ইরানের ছিল ৪৭টি। সূত্র: তেহরান টাইমস।