এশিয়ান হ্যান্ডবলে আমিরাতকে হারিয়েছে ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/01/4825226.jpg)
রোববার ২০২৪ এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ ১-এ ইরান সংযুক্ত আরব আমিরাতকে ২৫-২২ পয়েন্টে হারিয়েছে। টিম মেল্লি এর আগে প্রাথমিক রাউন্ডে নিউজিল্যান্ড ও চীনকে পরাজিত করে। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে ২৬-২৪, জাপান ২৫-২৩ এবং কাতারের কাছে ২৭-২৩-এ পরাজিত হয়।
ইরান সোমবার পঞ্চম স্থানের লড়াইয়ে গ্রুপ ২-এর তৃতীয় স্থানের দলটির সাথে খেলবে।
২০২৪ এশিয়ান পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ২১তম পর্ব এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন (এএইচএফ) এর তত্ত্বাবধানে ১১ জানুয়ারি বাহরাইনে শুরু হয়েছে এবং ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সূত্র: মেহর নিউজ