শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান স্নুকারের সেমিফাইনালে ইরানের সারখোশ

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২৩ 

news-image

হংকংয়ের প্রতিপক্ষকে পরাজিত করে কাতারের দোহায় এশিয়ান পুরুষদের স্নুকার চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করলেন ইরানের স্নুকার প্রতিনিধি আমির সারখোশ।দোহারে ১১-১৫ মার্চ অনুষ্ঠিত ইভেন্টে ২৫টি দেশ অংশগ্রহণ করছে। ইরান থেকে আমির সরখোশ, সিয়াভাশ মাজিনি এবং শাহিন সবজিসহ ৩ জন খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।সারখোশ সিরীয়, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান এবং হংকংয়ের প্রতিদ্বন্দ্বীদের ৪-০, ৪-১, ৪-২, ৪-২, এবং ৪-২ স্কোরে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।সিয়াভাশ মাজিনি এবং শাহিন সবজি থাইল্যান্ড এবং হংকং প্রতিপক্ষের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেন এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়েন।এশিয়ান স্নুকার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৫টি দেশ হচ্ছে ইরান, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশ, জর্ডান, কুয়েত, হংকং, ভারত, ইরাক, ভিয়েতনাম, মায়ানমার, নেপাল, ওমান, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। সূত্র: মেহর নিউজ।