এশিয়ান যুব বক্সিং চ্যাম্পিয়ন ইরানের ইসমাইলি
পোস্ট হয়েছে: মে ১৪, ২০২৪

ইরানের আমির ইসমাইলি ভানদাই ২০২৪ এএসবিসি এশিয়ান যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।তিনি আস্তানায় সেমিফাইনালের প্রতিপক্ষকে খুব সহজেই পেছনে ফেলেন। কিন্তু উজবেকিস্তানের শাখজোদ পোলভোনভের বিরুদ্ধে সুপার হেভিওয়েট (+৯২ কেজি) ফাইনালে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন।
দ্বিতীয় রাউন্ডে ইসমাইলির ভারী ঘুষির পর শ্রীলঙ্কার রেফারি উজবেক বক্সারকে পরাজিত ঘোষণা করেন। ২০১৭ সালের পর দেশের প্রথম এশিয়ান যুব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
চীন, ভারত, কাজাখস্তান এবং উজবেকিস্তানের মতো শক্তিশালী বক্সিং দেশগুলি সহ ২৪টিরও বেশি দেশের মোট ৩৯০ জন বক্সার কাজাখস্তানের রাজধানী আস্তানায় প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস