এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ইরানের মোতামেদির সোনা জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/10/4255844.jpg)
এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ-২০২২ এ ইরানের রসুল মোতামেদি স্বর্ণপদক জিতেছেন তিনি ১০৯ কেজি ওজন শ্রেণিতে মোট ৩৯০ কেজি নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। মোতামেদি স্ন্যাচে ১৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২১৭ কেজি তুলেছেন।
বেকডুলট রসুলবেকভ ১৭৩ কেজি, ২১৬ ও ৩৮৯ কেজি নিয়ে রৌপ্যপদক এবং বিং-চেং ডং (টিপিই)৩৮৬কেজি নিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন।
এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ–২০২২ গত ৬ থেকে ১৬ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হয়। তেহরান টাইমস