শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান ভলিবলে কাজাখস্তানকে হারালো ইরান

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২৩ 

news-image

ইরানের স্কোয়াড বুধবার উজবেকিস্তানের তাসখন্দে চলমান ২০২৩ এশিয়ান পুরুষদের অনূর্ধ্ব-১৬ ভলিবল চ্যাম্পিয়নশিপে কাজাখস্তানকে হারিয়েছে। ২০২৩ এশিয়ান পুরুষদের অনূর্ধ্ব-১৬ ভলিবল চ্যাম্পিয়নশিপের চতুর্থ ধাপে ইরানের ভলিবল খেলোয়াড়রা কাজাখ প্রতিপক্ষকে ৩-১ (২৫-১৫, ২৩-২৫, ২৫-২০, এবং ২৫-১৯) ব্যবধানে পরাজিত করে।

ইরান এর আগে প্রাথমিক পর্বের পুল সি-তে জাপানকে ৩-২, চীনকে ৩-০ এবং সৌদি আরবকে ৩-০ সেটে হারায়। পরবর্তী ধাপে ইরান, জাপান, কাজাখস্তান এবং উজবেকিস্তান পুল ই-তে পড়েছে।

প্রতিযোগিতাটি ২২ থেকে ২৯ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর  নিউজ।