এশিয়ান প্যারা গেমসে ইরানের বাস্কেটবল দলের জয়
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২৩

শনিবার ২০২২ এশিয়ান প্যারা গেমসে প্রতিপক্ষদের পরাজিত করেছে ইরানের নারী ও পুরুষ বাস্কেটবল দল।
ইরানের নারী দল লাওসকে ৭২-২৯-এ হারিয়ে জয় ঘরে তুলেছে। ইরান নিজেদের প্রথম দুই ম্যাচে জাপান ও থাইল্যান্ডের কাছে হেরেছে।
মঙ্গলবার কম্বোডিয়ার বিপক্ষে খেলবে দল মেল্লি। এইচওসি জিমনেসিয়ামে গ্রুপ এ-তে পুরুষ দল চীনকে ৭২-৪২ ব্যবধানে হারায়। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৯১-৩৩ পয়েন্টে পরাজিত করা ইরান মঙ্গলবার ফিলিপাইনের মুখোমুখি হবে। সূত্র: তেহরান টাইমস