বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান প্যারা গেমসে ইরানের পতাকাবাহী জাভানমার্দি

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২৩ 

news-image

চীনের হাংঝুতে অনুষ্ঠিতব্য ২০২২ সালের এশিয়ান প্যারা গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইরানের পতাকাবাহী হিসেবে প্যারা শুটার সারেহ জাভানমার্দিকে বেছে নেওয়া হয়েছে। জাভানমার্দি ২০১৬ এবং ২০২০ প্যারালিম্পিক গেমসে তিনটি স্বর্ণপদক জিতেছেন। এর আগে ২০১২ প্যারালিম্পিকে তিনি একটি ব্রোঞ্জপদক জিতেন।প্যারালিম্পিক গেমসের শুটিং বিভাগে ইরানের প্রথম নারী স্বর্ণপদক জয়ী জাভানমার্দি।

২০২২ এশিয়ান প্যারা গেমসে ইরানের স্লোগান হচ্ছে “বিশ্বাস, ইরান, সম্মান” এবং প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে “ইরানের শিশু”।

ইরানের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (এনপিসি) এবারের গেমসে ২১২জন অ্যাথলেট পাঠাবে। এই তথ্য জানিয়ে ইরানের এনপিসির প্রধান গফুর কারেগারি সোমবার তেহরানে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, মোট ১২৮ জন পুরুষ ক্রীড়াবিদ ১৬টি ইভেন্টে ইরানের প্রতিনিধিত্ব করবে এবং ৮৪ জন নারী ক্রীড়াবিদ ১১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্র: তেহরান টাইমস।