এশিয়ান পুরুষ ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপের আয়োজক ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/3923400.jpg)
এশিয়ান পুরুষদের ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপের এবারের ২২তম আসরের আয়োজক ইরান। প্রতিযোগিতাটি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৫ থেকে ২ মে ১১টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইরান সুপার লিগের চ্যাম্পিয়ন এবং আয়োজক শহরের একটি দল এশিয়ান পুরুষদের ক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপে ইরানের প্রতিনিধিত্ব করবে। ইরান এর আগে ২০০২, ২০০৪ এবং ২০১৩ সালে তিনবার প্রতিযোগিতার আয়োজন করে। সূত্র: তেহরান টাইমস।