এশিয়ান পাওয়ারলিফটিংয়ে ইরানি নারী অ্যাথলেটের সাফল্য
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৩
মালয়েশিয়ায় চলমান এশিয়ান ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতলেন ইরানের অভিজ্ঞ নারী পাওয়ারলিফটার ফাতেমে নায়েব-মাহদি। ইরানি এই নারী অ্যাথলেট ক্রীড়া ইভেন্টের স্কোয়াট, চেস্ট প্রেস এবং ডেডলিফ্ট সহ বিভিন্ন ক্ষেত্রে তিনটি রৌপ্য পদক জিতেছেন।
এছাড়াও, ৭৬ কেজি ওজন বিভাগে ইরানি এই নারী পাওয়ারলিফটার সামগ্রিকভাবে ৩০৫ কেজি নিয়ে রৌপ্য পদক পেয়েছেন।
১০ থেকে ১৮ ডিসেম্বর মালয়েশিয়ার জোহর বাহরুতে এশিয়ান ক্লাসিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ চলছে। সূত্র: মেহর নিউজ