এশিয়ান নারী যুব হ্যান্ডবলে ভারতকে হারাল ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০২২

সোমবার ২০২২ এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতকে ২৫-২৪ ব্যবধানে হারিয়েছে ইরানি মেয়েরা। এরআগে শুক্রবার উজবেকিস্তানের বিপক্ষে ৪৪-৩৫ ব্যবধানে জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নশিপ শুরু করে ইরানি দল এবং দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ২০-১৯ গোলে পরাজিত করে।
এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অধীনে কাজাখস্তানের আলমাটিতে ১৮ থেকে ২৫ মার্চ ২০২২ এশিয়ান নারী যুব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি দল সরাসরি জর্জিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ নারী যুব বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের খেলার যোগ্যতা অর্জন করবে। সূত্র: তেহরান টাইমস