শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তৃতীয় ইরান

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২২ 

news-image
ইরানের তায়কোয়ান্দো দল সোমবার এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের ২৫তম আসরে তৃতীয় স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতাটি ২৪ থেকে ২৭ জুন দক্ষিণ কোরিয়ার চুনচেওনে অনুষ্ঠিত হয়। তেহরান টাইমসের খবরে বলা হয়,
ইরানি তায়কোয়ান্দো অনুশীলনকারীরা তিনটি স্বর্ণ, পাঁচটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ জিতেছে।
ইরানি নারীরা এবারের আসরে তিনটি স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছেন। অন্যদিকে, পুরুষরা এবার একটিও স্বর্ণপদক জিততে সক্ষম হননি।
নাহিদ কিয়ানি অনূর্ধ্ব-৫৩ কেজি ওজন-শ্রেণিতে উজবেকিস্তানের চারোস কাইউমোভাকে হারিয়ে প্রতিযোগিতায় ইরানের হয়ে প্রথম সোনা জিতেন।
 কাজাখস্তানের ক্যানসেল ডেনিজকে অনূর্ধ্ব-৭৩ কেজি-শ্রেণিতে পরাজিত করে ইরানি প্রতিনিধি দলের হয়ে জাহরা পোরেসমাইল দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন। সূত্র: মেহর নিউজ।