মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাইম্পয়নশিপে ইরানের চার পদক

পোস্ট হয়েছে: জুন ২৬, ২০২২ 

news-image

দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে চার ইরানি তায়কোয়ান্দো অনুশীলনকারী। তারা তাদের ওজন-শ্রেণির ফাইনাল লড়াইয়ে অংশ নিয়ে দেশের জন্য চারটি রৌপ্য পদক জয় করেন।২৫তম এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই চারজন ইরানি প্রতিনিধি ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষের কাছে হেরে যান। প্রত্যেকেই একটি করে রৌপ্য পদক জিতেছেন।এবারের এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২৪ থেকে ২৭ জুন দক্ষিণ কোরিয়ার চুনচেওনে চলমান রয়েছে। সূত্র: মেহর নিউজ।