শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ৩ ইরানি রেফারি

পোস্ট হয়েছে: জুন ১৬, ২০২২ 

news-image
আসন্ন এশিয়ান তায়কোয়ান্দো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন তিনজন ইরানি রেফারি। এশিয়ান তায়কোয়ান্দো ইউনিয়ন এই ঘোষণা দিয়েছে।এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রেফারির দায়িত্ব পালন করবেন ইরানের মারজান তৈমুরি, হাফেজ মাহদাভি এবং আবদুল হামিদ বেশাগ।
২৩ থেকে ২৭ জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপের ৭ম আসরে তারা কিয়োরুগি এবং পুমসে উভয় স্টাইলে দায়িত্ব পালন করবেন। সূত্র: মেহর নিউজ।