সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান তাইকোয়ান্দো অলিম্পিক বাছাইয়ে দুই ইরানি নারী

পোস্ট হয়েছে: মে ১৬, ২০২১ 

news-image

২০২১ এশিয়ান তাইকোয়ান্দো অলিম্পিক বাছাই টুর্নামেন্টে অংশ নেবেন ইরানের দুই নারী অ্যাথলেট। তারা হলেন- মাহলা মোমেনজাদেহ ও নাহিদ কিয়ানি। জর্ডানের আম্মানে ১৯ থেকে ২৩ মে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

মোমেনজাদেহ ৪৯ কেজি ওজন-শ্রেণিতে ইরানের প্রতিনিধিত্ব করবেন আর কিয়ানি অংশ নেবেন ৫৭ কেজি ওজন-শ্রেণিতে। প্রতিযোগিতায় এই দুই ইরানি অ্যাথলেটের নেতৃত্বে থাকবেন মাহরু কামরানি।

টুর্নামেন্টের প্রতিটি বিভাগের বিজয়ী ও রানার্স-আপ অ্যাথলেটরা টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা লাভ করবেন। সূত্র: তেহরান টাইমস।