এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টের পরিচালক নির্বাচিত হলেন ইরানি নারী রেফারি
পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২৫

২৯তম এশিয়ান জুনিয়র ও যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইরানি নারী রেফারি ‘নাসিবেহ দালির হেরাভি’।
চলতি বছরের ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে তাকে পরিচালক হিসেবে নির্বাচিত করেছে এশিয়ান টেবিল টেনিস কনফেডারেশন।
পার্স টুডে জানিয়েছে, প্রতিযোগিতা আয়োজন, অংশগ্রহণকারীদের সংখ্যা পরীক্ষা করা, প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা এবং ড্রয়ের জন্য প্রধান রেফারির সাথে সমন্বয় করা- তার দায়িত্বের মধ্যে রয়েছে।পার্সটুডে