শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান চ্যাম্পিয়ন ইরানের নারী তায়কোয়ান্দো দল

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৩ 

news-image
ইরানের কিশোরী মেয়েরা সোমবার লেবাননে অনুষ্ঠিত ১২তম এশিয়ান জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ইরানের মেয়েরা ৯টি পদক (৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ) জিতে এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, এশিয়ান জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের ছেলেরা তৃতীয় তৃতীয় স্থান লাভ করেছে।
ইভেন্টের শেষ দিনে ইরানের সাগর মোরাদি এবং আয়নাজ নাসিরি স্বর্ণ জিতেছেন এবং সাদরা মোগাদ্দামি এবং মোতাহাররেহ ফাথি ব্রোঞ্জ জিতেছেন।
রাদি জেইনালি প্রতিযোগিতায় ইরানের হয়ে ব্রোঞ্জপদক ছিনিয়ে নেন। ইভেন্টে ইরানি পুরুষ ও নারী তায়কোয়ান্দো দল মোট ৮টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জপদক জিতেছে। সূত্র: মেহর নিউজ