মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইরানি কুস্তিগিরদের তিন পদক জয়

পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২২ 

news-image

মঙ্গোলিয়ার উলানবাটারে চলমান এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার ইরানি গ্রেকো-রোমান কুস্তিগিররা তিনটি পদক জিতেছেন। নাসের কাসেম আলিজাদেহ উজবেকিস্তানের জলগাসবে বারদিমুরাতোভকে ৩-১ গোলে পরাজিত করে ৮৭ কেজিতে স্বর্ণপদক জয় করেন।সিরিয়ার কুস্তিগির আহমেদ আল নাকদালিকে হারিয়ে ৬৩ কেজিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ইরানি কুস্তিগির ইমান মোহাম্মদি।অন্যদিকে, ৭৭ কেজি ওজন-শ্রেণিতে আরেফ হাবিবুল্লাহি আরেকটি ব্রোঞ্জ পদক জিতেছেন। দক্ষিণ কোরিয়ার কিম হাইওনউ তৃতীয় স্থানের ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করার পর তিনি এই পদক জিতেন।২০২২ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ মঙ্গোলিয়ার উলানবাটারে ১৯ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।