মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান গ্রেকো-রোমান কুস্তিতে রানার-আপ ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২২ 

news-image

মোট ৭টি পদক নিয়ে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভাইস চ্যাম্পিয়ন হয়েছে ইরান। সর্বশেষ মঙ্গোলিয়ার উলানবাতারে চলমান এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ইরানের তালিকায় আরও একটি স্বর্ণপদক যোগ করেন কুস্তিগীর মোহাম্মদ রেজা মোখতারি। তিনি ৭২ কেজির ফাইনালে কাজাখস্তানের আমজেয়েভকে পরাজিত করেন।আজ ইরানের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক ঘরে তোলেন রসুল গারমসিরি। তিনি ৮২ কেজির ফাইনালে কাজাকিস্তানের কালিনকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন। মেহেদি বালি ৯৭ কেজির ফাইনালে উজবেক প্রতিপক্ষকে হারিয়ে ইরানের হয়ে চতুর্থ স্বর্ণপদক জিতেন।মোখতারি, গারমসিরি, বালির পদক ছিল এশিয়ান টুর্নামেন্টে ইরানের হয়ে এখন পর্যন্ত দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্বর্ণপদক।ইরানের গ্রেকো-রোমান কুস্তিগীররা মঙ্গলবার চ্যাম্পিয়নশিপে তিনটি পদক জয় করেন। ৮৭ কেজিতে নাসের ঘাসেম আলিজাদেহ উজবেকিস্তানের জলগাসবে বারদিমুরাতোভকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।