বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

এশিয়ান গেমস: কারাতেতে সোনা, কাবাডিতে ব্রোঞ্জ জিতল ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২৩ 

news-image

চীনের হাংজুতে চলমান ১৯তম এশিয়ান গেমসের কারাতে প্রতিযোগিতায় সোনা জিতেছেন ইরানের সাজ্জাদ গাঞ্জজাদে। শুক্রবার) ৮৪ কেজি ওজন শ্রেণীতে কিরগিজস্তানের প্রতিযোগী আদিলেত শাদিকানুভ-কে ৪-২ পয়েন্টে পরাজিত করতে সক্ষম হন গাঞ্জজাদে। এশিয়ান গেমসের গত আসরেও ইরানের গাঞ্জজাদে স্বর্ণপদক জিতেছিলেন।


ইরানি কাবাডি দল

এর আগে আজ ইরানের নারী কাবাডি দল ব্রোঞ্জ জিতেছে। চাইনিজ তাইপে দলকে হারিয়ে তারা এই সম্মান অর্জন করেছে। ইরানের ২৮৯ জন প্রতিযোগী এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে।

এ পর্যন্ত ইরান নয়টি স্বর্ণ, ১৭টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় দশম স্থানে রয়েছে। শীর্ষ অবস্থান ধরে রেখেছে স্বাগতিক চীন। পার্সটুডে/