শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২১ 

news-image

কাজাখস্তানে ১৯তম এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২১-এর শিরোপা জিতলো ইরান। এশিয়ান কারাতের বিভিন্ন বয়স বিভাগে ফারসি কারাতে দল শিরোপা জিতেছে।এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের শেষ দিন ব্যক্তিগত বিভাগে ইরানি কারাতে অনুশীলনকারীরা আরও ১টি স্বর্ণ পদক ও ৩টি রৌপ্য পদক জিতেন।  দেশটির কারাতে খেলোয়াড়রা সকল বয়স শ্রেণির (ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২৩ ও সিনিয়রস) কাতা ও কুমিতে মোট ৩৯টি পদক জিতেছেন।ইরান মোট ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জপদকসহ মোট ৩৯টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।আয়োজক দেশ কাজাখস্তান ৩২টি পদক নিয়ে ভাইস-চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে জাপান মোট ১০টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শনিবার সকালে কাজাখস্তানের আলমাটিতে এই প্রতিযোগিতা শুরু হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।