এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ইরানের আরও ৬ পদক
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/12/3184548.jpg)
কাজাখস্তানে ১৯তম এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২১-এর চতুর্থ দিন শেষে ইরানি কারাতে অনুশীলনকারীরা আরও ৬টি পদক জিতেছেন। এদিন ইরানি কারাতে খেলোয়াড়রা সকল বয়স শ্রেণির (ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২৩ ও সিনিয়রস) কাতা ও কুমিতে এসব পদক জিতেন।
চতুর্থ দিনের প্রতিযোগিতা শেষে ইরানের পদক তালিকায় আরও ৬টি মেডেল যুক্ত করেন দেশটির কারাতে খেলোয়াড়রা। এপর্যন্ত মোট ৩২টি পদক নিয়ে শীর্ষে রয়েছে ইরান। শনিবার সকালে কাজাখস্তানের আলমাতিতে এই প্রতিযোগিতা শুরু হয়। ইরানি খেলোয়াড়রা এপর্যন্ত ১৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ মেডেল জয় করে পদক তালিকার শীর্ষে রয়েছেন। ইরানের পরে কাজাখস্তান ২৭ ও কুয়েত ১২ মেডেল নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।