মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ইরানের চার পদক

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২১ 

news-image

কাজাখস্তানে ১৯তম এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২১-এর দ্বিতীয় দিনে ইরানি কারাতে অনুশীলনকারীরা আরও 8টি পদক জিতেছেন। দ্বিতীয় দিনে ইরানি কারাতে খেলোয়াড়রা ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জপদক ঘরে তুলেছেন।এদিন ইরানি পুরুষ জুনিয়র দল খুব বাজে পারফরম্যান্স করলেও মহিলা কারাতে অনুশীলনকারীরা প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখিয়েছে। পুরুষ বিভাগে ইরানি কাতা কুমিতে দুটি ব্রোঞ্জপদক জিতেছে ইরান।অন্যদিকে, রোববার এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রতিদ্বন্দ্বিতা করে ইরানি দল ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয়।এর আগে এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ইরানি কারাতে অনুশীলনকারীরা ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জপদক ঘরে তোলেন। সূত্র: মেহর নিউজ এজন্সি।