এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে হারাল ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/04/4114358.jpg)
২০২২ এএফসি ফুটসাল এশিয়ান কাপ বছাইপর্বে সোমবার তুর্কমেনিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে ইরান।মালদ্বীপের বিপক্ষে ১৭-০ গোলে জয় দিয়ে বাছাইপর্বের অভিযান শুরু করা ইরান মঙ্গলবার ‘এ’ গ্রুপে কিরগিজস্তানের বিপক্ষে খেলবে।
প্রতিযোগিতাটি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত ২০২২ এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্ব হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ী দলগুলো ১৭তম এশিয়া আন্তর্জাতিক পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করবে।মোট ১৫টি দল চূড়ান্ত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। সূত্র: তেহরান টাইমস।